সৌদি আরবে করোনায় মারা যাওয়া কক্সবাজারের প্রথম প্রবাসী ঈদগাঁহ‘র

fec-image

মাসাধিককাল পূর্বে জীবিকার তাগিদে সৌদি আরব পাড়ি দিয়েছিলেন কক্সবাজার সদরের ঈদগাঁও ইউনিয়নের মাইজ পাড়ার টগবগে যুবক জসিম উদ্দীন। বিশ্বময় প্রলয়কারী করোনাভাইরাসের কাছে হার মেনে মৃত্যুর স্বাদ পেতে হল টগবগে সম্ভবনাময় এই যুবককে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সৌদি আরবের মক্কাস্থ এক হাসপাতালে সে মৃত্যু বরণ করে ।
এ সংবাদ সৌদি আরব প্রবাসে থাকা স্বজন ও সহকর্মীরা নিশ্চিত করেছেন। এর মধ্যে একজন হচ্ছে জসিমের বন্ধু কক্সবাজারের রামুর উপজেলার বাসিন্দা ফরিদুল আলম।

জসিম উদ্দীন উক্ত এলাকার মৃত নাজির হোসেনের ছেলে। তার মায়ের নাম মৃত দিলদার বেগম।

প্রবাসে কিংবা দেশে কক্সবাজার জেলায় করেনাভাইরাসে প্রথম মৃত্যুবরণকারী হল এ টগবগে যুবক জসিম উদ্দিন।

জসিমের মৃত্যুর সংবাদ দেশে পৌঁছামাত্রই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহুর্তেই ভাইরাল হয়। তার এ মৃত্যুর সংবাদে পুরো এলাকা শোকাহত এবং এক মাস পূর্বে বিদেশ গিয়ে তার এ মৃত্যু সত্যি বেদনাদায়ক।

করোনায় তার মৃত্যুর সংবাদে এলাকা জুড়ে দেরিতে হলেও করেনা আতঙ্ক জনমনে চরম প্রভাব ফেলবে বলে মনে করেন সচেতন লোকজন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, করোনাভাইরাসৎ, সৌদি প্রবাসী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন