সৌদি আরবে বাংলাদেশি যুবকের মর্মান্তিক মৃত্যু

fec-image

সৌদি আরবে ৩ তলা ভবনের ছাদ থেকে পড়ে প্রাণ হারিয়েছেন কক্সবাজার রামু উপজেলার জামান মো. ইমাম রাশেদ মামুন (২৯)।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) বাংলাদেশ সময় বিকাল ৪টায় সৌদি আরবের মক্কা নগরীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরংলোয়া গ্রামের আশরাফ জামানের ছেলে। জানা যায়, সৌদি প্রবাসী মামুন ২ সন্তানের জনক।

মৃতদেহ কবে দেশে আনা হবে সে বিষয়ে বুধবার রাত পর্যন্ত পারিবারিকভাবে কোন সিদ্ধান্ত হয়নি। এদিকে বাবাকে শেষ বারের মতো দেখার আকুতি জানিয়ে সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছে নিহত মামুনের দুই শিশু ওয়ারিশা আওয়াদ ইউহি (৯) ও আশফাক জামান ইলহাম (৪)।

জানা গেছে, নিহত মামুন মঙ্গলবার সৌদি আরবে নির্মাণাধীন ৩ তলা ভবনের কাজ শেষ করে মালিককে বুঝিয়ে দিচ্ছিলেন। ছাদ পরিমাপকালে অসাবধানতাবশত পা পিছলে ৩ তলার ছাদ থেকে নিচে পড়ে যান। এতে মাথা ও শরীরে গুরুতর জখমপ্রাপ্ত হন মামুন। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মামুনের নিকটাত্মীয় গোলাম মোস্তফা বাবুল জানান, বুধবার রাত পর্যন্ত মৃতদেহ দেশে আনার বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। তবে তার দুই শিশু সন্তানের বিষয়টি বিবেচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

পারিবারিক সূত্রে জানা গেছে- মামুন দীর্ঘ ৯ বছর ধরে জীবিকার তাগিদে সৌদি আরবে আছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন