parbattanews

‘স্কাউটিং কার্যক্রমের মধ্য দিয়ে নিজেকে দেশপ্রেমিক হিসেবে প্রতিষ্ঠিত করা যায়’

খাগড়াছড়ির দীঘিনালায় ০৩ দিনব্যাপী ৬ষ্ঠ শীতকালীন কাব স্কাউট ক্যাম্পুরি- ২০২৩ উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আরাফাতুল আলম বলেছেন, “আমরা যেভাবে মাকে ভালোবাসি, ঠিক সেভাবে দেশকে ভালোবাসতে হবে। দেশকে ভালোবাসার মধ্য দিয়েই দেশপ্রেম ফুট উঠবে। অন্যদিকে স্কাউটিং কার্যক্রমের মধ্য দিয়ে দেশপ্রেমিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা যায়। স্কাউটিং মানুষকে সুনাগরিক হতে শিক্ষা দেয়। ভালো কাজের মধ্য দিয়ে স্কাউটিং কার্যক্রমকে এগিয়ে নিতে হবে।”

বুধবার (২৯ নভেম্বর) সকালে দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কাব ক্যাম্পুরি উদ্বোধনী আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

কাব কাম্পুরি’র উদ্ধোধনী অনুষ্ঠানে দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা স্কাউটের কমিশনার মোহাম্মদ এখতার আলী সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক ও ক্যাম্পুরী সচিব মো. আক্কাস আলী।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন, প্রাথমিক শিক্ষা বিভাগের সহকারী শিক্ষা কর্মকর্তা সোনামিত্র চাকমা, রাঙ্গা মারমা, উপজেলা স্কাউটের সহ-সভাপতি ও একেএম বদিউজ্জামান জীবন, জেলা রোভারের মিডিয়া বিভাগীয় উপ- প্রধান সোহানুর রহমান, সিএলটি পঙ্কজ কুমার চৌধুরী, ক্যাম্পুরি সাব- ক্যাম্প চিফ আনিসুর রহমান প্রমুখ।

Exit mobile version