parbattanews

স্কুলছাত্রী নিহতের ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন, উত্তাল কালারমারছড়া 

মহেশখালী প্রতিনিধি:

মহেশখালীর কালারমারছড়া চালিয়াতলীতে গত ১৩ ডিসেম্বর স্কুলছাত্রী সুমাইয়া জান্নাত দিয়া (১১) কে ডাম্পার চাপায় নির্মমভাবে নিহত হলেও প্রশাসন এখনো পর্যন্ত কোন ধরনের আইনানুগ ব্যবস্থা নেয়নি। ফলে বুধবার (২০ ডিসেম্বর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত চালিয়াতলী স্টেশনে ঘাতক ড্রাইভার মামুন ও গাড়ির মালিক মাতারবাড়ির লুলাইয়ার বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এতে এলাকার শিক্ষক সমাজ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শতশত মহিলা, ছাত্রছাত্রীসহ এলাকার সর্বস্তরের হাজারো লোকজন ঘন্টাব্যাপী উপস্থিত থেকে বিচারের দাবি জানান। অনাকাঙ্খিত সড়ক দুর্ঘটনারোধে প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবেন এমন আশা করেন সচেতন মহল।

নিহত সুমাইয়া কালারমারছড়া চালিয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী। মহেশখালীতে গেল ২ মাসে আশঙ্কাজনক হারে বেড়ে গেছে সড়ক দুঘর্টনা।

স্থানীয়দের দাবি অদক্ষ চালক, ফিটনেসবিহীন গাড়ি ও তাদের কোন সংগঠন না থাকায় এই দুঘর্টনা বাড়ছে। এব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

Exit mobile version