parbattanews

স্টিকার নিয়ন্ত্রণ করবে স্মার্টফোন!

Screen-Sticker-500x275তথ্য প্রযুক্তি ডেস্ক:

এবার আপনার স্মার্টফোনকে নিয়ন্ত্রণ করুন ফোনে হাত না দিয়েই৷আশ্চর্য হলেও এটাই সত্যি৷একটি স্ক্রিন স্টিকারের সাহায্যেই এবার গোটা স্মার্টফোনটি নিয়ন্ত্রণ করতে পারবেন। সারল্যান্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এমনই নয়া এক ‘স্ক্রিন স্টিকার’ তৈরি করেছেন।

ব্যবহারকারী তাঁর হাত বা শরীরের কোনও অংশে এই স্টিকার লাগিয়ে রেখে তার মাধ্যমে নিজের স্মার্টফোনকে নিয়ন্ত্রণ করতে পারবেন৷শুধু তাই নয়, ব্যবহারকারী এই স্টিকারের সাহায্যে কল রিসিভ, মিউজিক প্লেয়ারকেও নিয়ন্ত্রণ করতে পারবেন৷

গবেষকদের তরফে জানানো হয়েছে, সিলিকন দ্বারা নির্মিত এই স্ক্রিন স্টিকার সেনসারের মাধ্যমে কাজ করবে৷ তবে এখনই এই স্ক্রিন স্টিকারটি বাজারে আনা হচ্ছে না৷ আরও কিছু পরীক্ষা নিরীক্ষার পর এই স্টিকারটিকে বাণিজ্যিক ব্যবহারের জন্য বাজারে আনা হবে৷

Exit mobile version