parbattanews

স্ত্রীর বিরুদ্ধে থানায় জিডি, যা বললেন আরজে কিবরিয়া

কক্সবাজার বেড়াতে গিয়ে মারধর ও হুমকির অভিযোগে স্ত্রীর বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় জিডি করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় আরজে কিবরিয়া। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকালে তিনি এই জিডি করেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন তিনি। ‘আমার জ্ঞানত আমি কোনও দিন পারিবারিক বিষয় নিয়ে সোশাল মিডিয়াতে আলোচনা-সমালোচনা হয় এমন কোনও বিষয় নিয়ে কথা বলিনি। আমি বলতেও চাই না যতক্ষণ পর্যন্ত সে আমার স্ত্রী।’

আরজে কিবরিয়া বলেন, ‘আমি কমবেশি সোশ্যাল মিডিয়ার নেগেটিভিটি ফেস করা মানুষ। আমি জানি একটা সংবাদ যাচাই-বাছাই না করে অনলাইনে ছাড়া যায়। ঘটনা পুরোই উল্টে দেওয়া যায়। কাউকে নিয়ে পাবলিকলি বাজে কথা বলার আমি পক্ষে না। আমি জানি আমার চিরশত্রু বলে যদি কেউ থেকে থাকে, তো সে প্রথম এবং একমাত্র টার্গেট করবে আমার চরিত্র এবং পাবলিক ইমেজ। আমি সেটাতে বিন্দুমাত্র ভয় পাই না।’

সন্তানদের কোনও প্রকার ক্ষতি মেনে নেবেন না বলে স্পষ্ট ভাষায় জানালেন আরজে কিবরিয়া। তার বক্তব্য, ‘আমি ক্ষমা করতে ভালোবাসি। আমার সন্তানদের ক্ষতি যেমন আমি কোনও দিন মেনে নেবো না, ঠিক একইভাবে আপনাদের এই ভুলভাল নিউজের কারণে তাদের ফিউচারের জন্য কোনও ক্ষতি হোক, সেটাও আমি চাই না। প্লিজ। আমি আমার কাছে সৎ এবং কারও প্রতি কোনও অন্যায় করিনি। যারা আমাকে ভালোবাসেন তারা আস্থা রাখুন।’

ঠিক কী কারণে স্ত্রীর বিরুদ্ধে জিডি করেছেন, সে বিষয়টি যদিও পরিষ্কার করেননি আরজে কিবরিয়া। তবে এতটুকু অনুরোধ করেছেন, সত্যতা যাচাই না করে যেন কোনও ভুল সংবাদ না ছড়ানো হয়।

এর আগে বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে কক্সবাজার সদর থানায় স্ত্রীর বিরুদ্ধে জিডি করেছেন আরজে কিবরিয়া। জানা গেছে, সমুদ্র নগরে ঘুরতে গিয়ে স্ত্রীর সঙ্গে তার কলহ হয়েছে। সে কারণেই তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন।

উল্লেখ্য, শুরুতে ২০০৬ সালে রেডিও টুডেতে ‘কথা বন্ধু’ এপিসোডে কাজ শুরু করেন। এরপর একে একে জীবনের গল্প, সিক্রেটস, হ্যালো ৮৯২০, যাহা বলিব সত্য বলিব, লস্ট অ্যান্ড ফাউন্ডসহ বেশ কয়েকটি জীবনধর্মী অনুষ্ঠানে উপস্থাপন করেছেন। শুদ্ধ ও সাবলীল বাচনভঙ্গি, জীবনঘনিষ্ঠ অনুষ্ঠান হওয়া আর চমৎকার উপস্থাপনের কারণে অল্প সময়েই প্রতিটি অনুষ্ঠানই শ্রোতাদের কাছে জনপ্রিয় হয়েছে।

Exit mobile version