স্ত্রীসহ শ্বশুরালয়ের লোকজনের মারধরে মারা গেল প্রবাস ফেরত মঞ্জুর আলম

fec-image

কক্সবাজার সদরের ঈদগাঁও মাইজ পাড়ায় স্ত্রীসহ শ্বশুরালয়ের লোকজনের হাতে নিষ্ঠুর কায়দায় মারধরের শিকার প্রবাস ফেরত মঞ্জুর আলম (৪৫) মারা গেছে।

শনিবার (২২ মে) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মঞ্জুর আলম মৃত্যুবরণ করেন। সে ঈদগাঁও কালিরছড়া গ্রামের মৃত আব্দুল গনির পুত্র।
দ্বিতীয় স্ত্রী রুনা আক্তারের বাবা, মা, ভাই বোনসহ সবাই মিলে শুক্রবার (২১মে) ঈদগাঁও মাইজ পাড়ায় দিন দুপুরে ব্যাপক লাঠিপেটাসহ মারধরে গুরুতর আহত হন মঞ্জুর আলম। তাকে নির্মম পিটুনির ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে তা নজরে আসে পুলিশের।

কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামানের নির্দেশে ঈদগাঁও থানার একদল পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার রাতেই স্ত্রী রুনা আক্তারসহ ৮ জনকে আটক করে।

নিহত মঞ্জুর আলম দীর্ঘদিন প্রবাসে কাটিয়েছেন। প্রবাস জীবনে যা আয় করেছেন তা বাংলাদেশে অবস্থানরত তাঁর দ্বিতীয় স্ত্রী রুনা আক্তারের নামে পাঠাতেন। তাঁর স্ত্রী নিজের নামে কিনেছেন জমি। আর সেখানেই বানিয়েছেন বহুতল ভবনও। সম্প্রতি করোনা পরিস্থিতির কারণে ছুটিতে আসার পর আর বিদেশ যাওয়া হয়নি মঞ্জুর আলমের। এরই মধ্যে স্বামী স্ত্রীর মাঝে পারিবারিক কলহ দেখা দেয়। স্বামীর সাথে দূরত্ব বাড়াতে থাকেন স্ত্রী রুনা আক্তারের।

এক পর্যায়ে শুক্রবার ২১মে বাবা, মা, ভাই বোনসহ সবাই মিলে দিন দুপুরে হত্যার উদ্দেশ্যে মঞ্জুর আলমকে নির্মমভাবে মারধর করে।

মঞ্জুর আলম নিহত হওয়ার বিষয়ে তার পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানা গেছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন