parbattanews

স্বচ্ছতায় পুলিশে নিয়োগ সম্পন্ন: এসপি আলমগীর

মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের নিয়ে সংবাদ সন্মেলনে পুলিশ সুপার

স্বচ্ছতা বজায় রেখে রাঙামাটিতে পুলিশে নিয়োগ সম্পন্ন করা হয়েছে বলে দাবি করেছেন পুলিশ সুপার আলমগীর কবির। মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের নিয়ে সংবাদ সন্মেলনে এ সব কথা বলেন তিনি।

এসপি আলমগীর আরও বলেন, এক সময় পুলিশ নিয়োগ নিয়ে অনেক কথা উঠতো। বর্তমানে সরকারের প্রচেষ্টার ফলে এ ধরণের কর্মকান্ড নেই বললেই চলে।

এসপি জানান, রাঙামাটির ইতিহাসে আমরা বড় নিয়োগ কার্যক্রম শেষ করেছি। এ নিয়োগে কোন ধরণের ক্রুটি হতে দেয়নি। একটি মনিটরিং টিম সর্বক্ষণ দায়িত্ব পালন করেছে।

এসপি আরও জানান, যারা মেধার মাধ্যমে চাকরী পেয়েছে তারা অত্যন্ত কোন ধরণের অনৈতিক কাজে লিপ্ত হবে না। মেধার লড়াইয়ে তারা অবতীর্ণ হোক। তাহলে দেশ এগিয়ে যাবে। মেধার মূল্যায়ন করা হলে দেশ হয়ে উঠবে সোনার বাংলা।

সংবাদ সন্মেলনে এ সময় অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক রণি,পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত: গত ২৪ জুলাই পুলিশী নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেন ৬০৪জন প্রার্থী। যাচাই-বাচাই শেষে ৯৩ জনকে নিয়োগ দেওয়া হয়।

Exit mobile version