parbattanews

পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তিসহ দেশের বিভিন্ন প্রান্ত অতিদ্রুত উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে

রোয়াংছড়ি প্রতিনিধি:

‘রাষ্ট্রের স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নকে পূর্ণ করছেন শেখ হাসিনা। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তিসহ দেশের বিভিন্ন প্রান্ত অতিদ্রুত উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে। নারীদের অধিকার আর শতভাগ অংশগ্রহণ ও ক্ষমতায়ন বাস্তবায়ন করছে সরকার।

বান্দরবানে রোয়াংছড়িতে উপজেলা প্রশাসনের উদ্যোগে “উন্নয়নের রোল মডেল শেখ হাসিনার বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে রোয়াংছড়ি উপজেলা পরিষদ চত্বরে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন জেলা প্রশাসক দিলিপ কুমার বণিক।

আলোচনা সভার পূর্বে প্রধান অতিথি উন্নয়ন মেলার সরকারের বিভিন্ন বিভাগের স্থাপিত সকল স্টল পরিদর্শন করেন।

প্রথম পর্বে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. দিদারুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ক্যবামং মারমা।

দ্বিতীয় পর্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিলিপ কুমার বণিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ক্যসাইনু মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান মাউসাং মারমা, রোয়াংছড়ি থানা অফিসার ইনচার্জ মো. শহীদুল ইসলাম চৌধুরী, রোয়াংছড়ি সদর ইউপির চেয়ারম্যান চহ্লামং মারমা, তারাছা ইউপি চেয়ারম্যান উথোয়াইচিং মারমা, আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, নোয়াপতং ইউপির প্যানেল চেয়ারম্যান উবাপ্রু মারমা, রোয়াংছড়ি উপজেলা  কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কর্মকর্তা হাবিবুন নেছা প্রমুখ।

উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার রাশেদুল আলম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সোনালী ব্যাংকের ম্যানেজার মো. মহিউদ্দিন, যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা পুলুপ্রু মারমা, প্রাথমিক শিক্ষা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন, মহিলা অধিদপ্তরে কর্মকর্তা মো. শামছুর আলম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সুপন নন্দী, উপজেলা মাধ্যমিক শিক্ষা সুপারভাইজার মো. নুরুল নবী।

এসময় বক্তারা বলেন, সারা দেশের ন্যায় পার্বত্য এলাকা দুর্গম হলেও এই উপজেলাতে উন্নয়ন কোন অংশে কম নয়। সরকারি সেবা উপজেলাতে বসবাসরতদের  দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে।

এই উন্নয়ন মেলা চলাকালে এলাকার সহস্রাধিক জনসাধারণ অংশগ্রহণ করেন। সভা শেষে রোয়াংছড়ি উপজেলা সরকারি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন কাবিটা’র অর্থায়নে ক্রিড়া ও সংস্কৃতিক বিষয়ক সিডি ক্যাসেট বিতরণ এবং ওই বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক দিলিপ কুমার বণিক।

Exit mobile version