parbattanews

স্বর্গীয় পিতা জলধর ও মাতা প্রতিভা দে’র স্মরণে বার্ষিক গীতাযজ্ঞ অনুষ্ঠিত

pic 26-02- 3

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি পার্বত্য জেলার বিশিস্ট সমাজ সেবক ও জেলার সকল পত্রিকার এজেন্ট প্রতিভা ট্রের্ডাস, প্রতিভা লাইব্রেরি ও বই বিতান এর পরিচালক রতন কুমার দে’র স্বর্গীয় পিতা শ্রীযুক্ত জলধর দে ও শ্রীমতি প্রতিভা দে’র স্মরণে দিনব্যাপি বার্ষিক গীতাযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে।

জেলা সদরের নিউজিল্যান্ড সড়ক এলাকায় তার নিজ বাসবভনে শুক্রবার ঊষালগ্নে শংখধ্বনি মধ্যদিয়ে শুরু হয় এই ধর্মীয় অনুষ্ঠান। সকাল ৮টায় শ্রী শ্রী চন্ডীপাঠ, সকাল ১০টায় গুরুপূজারম্ভে স্বর্গীয় পিতা শ্রীযুক্ত জলধর দে ও শ্রীমতি প্রতিভা দে’র আত্মা ও বিশ্ব শান্তি কামনায় শ্রী শ্রী গীতাযজ্ঞ শুভারম্ভঅ। শ্রী শ্রী গীতাযজ্ঞ পৌরহিত্য করেন চট্টগ্রাম, পটিয়া, চক্রশালা শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম’র অধ্যক্ষ শ্রীমৎ স্বামী রননাথ ব্রক্ষচারী ও শুমধুর কন্ঠে শ্রী শ্রী গীতা পাঠ করেন শ্রীমৎ স্বামী চিন্ময় অনন্দ পুরি মহারাজ ও অন্ন্যন্য ব্রক্ষচারী বৃন্দ। দুপুর ১টা থেকে ৪টা পর্যন্ত মহা অন্ন্যপ্রসাদ বিতরণ করা হয়।

Exit mobile version