স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশে উত্তরণে মাটিরাঙ্গায় উন্নয়ন মেলা

fec-image

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ‘স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশের উত্তরণে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুই দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন গ্রহণ করা হয়েছে।

শনিবার (২৭ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা অডিটোরিয়ামে দুই দিনব্যাপী মেলার উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব। মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন দুই দিনব্যাপী এ মেলার আয়োজন করে।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব’র সভাপতিত্বে উদ্বোধনী অঅনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।

এসময় সহকারূী কমিশনার (ভূমি) মিজ ফারাজানা আক্তার ববি, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলী, মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খাইরুল আলম ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর মো. মোহতাছিম বিল্ল্যাহ্সহ বিভাগীয় কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

দুই দু’দিনব্যাপী মেলার উদ্বোধনকালে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ‘স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ’ বাংলাদেশের এক ঐতিহাসিক ঘটনা। এ ধারা অব্যাহত থাকলে আমরা আরো উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারবো।

উদ্বোধনের পরপরই অংশগ্রহণকারী স্টলগুলো পরিদর্শন করেন অতিথিবৃন্দ।

মেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের গৃহিত উন্নয়নের স্রোতধারায় সকলকে সম্পৃক্ত করাসহ সরকারের ভবিষ্যত কর্মপরিকল্পনা এমডিজি অর্জনের সরকারের সাফল্য ও এসডিজি কার্যক্রমে সফল হয়ে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ এর গৌরব অর্জনে বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরা হয়।

মাটিরাঙ্গা উপজেলা জনসাস্থ্য প্রকৌশল বিভাগ, নির্বাচন অফিস, পল্লী উন্নয়ন অফিস, মহিলা বিষয়ক অধিদপ্তর, পরিবার পরিকল্পনা বিভাগ, প্রাণী সম্পদ বিভাগ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, পল্লী সঞ্চয় ব্যাংক, প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তার কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ, কৃষি বিভাগ ও সমাজ সেবা বিভাগসহ ১২টি স্টল মেলায় অংশ গ্রহণ করে।

এর আগে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের সকল বিভাগীয় কর্মকর্তা-কর্মচারীর অংশগ্রহণে একটি র‍্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন