স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মাস্ক বিতরণ করছে মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগ

fec-image

করোনা মোকাবিলায় সাধারণ জনসাধারণকে সচেতন, উদ্বুদ্ধ এবং অনুপ্রাণিত করার পদক্ষেপের অংশ হিসেবে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জনসচেতনতা মূলক ক্যাম্পেইন ও মাস্ক বিতরণ করছে ছাত্রলীগ।

শুক্রবার (২৬ মার্চ) বেলা ১১টার দিকে মাটিরাঙ্গা পৌর ও কলেজ ছাত্রলীগের সহযোগিতায় মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগের আয়োজনে মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জহির উদ্দিন ফিরোজ।

এসময় মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তছলিম উদ্দিন রুবেল, সাধারণ সম্পাদক মো. আবু তালেব, উপজেলা ছাত্রলীগ নেতা মো. সাইফুল ইসলাম, মো. আক্তার হোসেন, মাটিরাঙ্গা পৌর ছাত্রলীগের মো. আব্দুর রাজ্জাক, শাহীন আলম, বাবলু বড়ুয়া, মেহেদি হাসান বাবু ইমরান হোসেন, কলেজ ছাত্রলীগ নেতা ক্লিনটন বরুয়া, এসকো চাকমা ও মো. সাদ্দাম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

জনসচেতনতা মূলক ক্যাম্পেইন ও মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জহির উদ্দিন ফিরোজ বলেন, হঠাৎ করেই আবারো করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমন বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর আন্তরিকতায় সারাদেশের মানুষকে করোনার টিকা দেয়া শুরু হয়েছে।

মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তছলিম উদ্দিন রুবেল বলেন, আমাদের সবাইকে স্ব স্ব অবস্থান থেকে করোনা ভাইরাসের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। কোভিড-১৯ এর দ্বিতীয় ধাপ মোকাবেলায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলা সহ মাস্ক ব্যবহারের পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে।

এসময় দলীয় কার্যালয় চত্বর, সিএনজি স্টেশন, কাঁচা বাজার, ফল মার্কেট, পুরাতন হাসপাতাল মোড়ে পরিবহন শ্রমিক, মোটর সাইকেল চালক ও পথচারীসহ দুই হাজারেরও বেশী মানুষের মাঝে মাস্ক বিতরণ করে ছাত্রলীগের নেতৃবৃন্দ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন