parbattanews

স্বাধীনতা দিবসে কক্সবাজার সৈকতে ব্যতিক্রমী আয়োজন 

 
বিশেষ প্রতিনিধি, কক্সবাজার:
পর্যটক ও দর্শনার্থীদের মাঝে মহান স্বাধীনতা দিবসের বীরত্বগাথা বার্তা ছড়িয়ে দিতে কক্সবাজার জেলা প্রশাসনের এক ব্যতিক্রমী আয়োজন করে।
এ উপলক্ষে  কক্সবাজার সমুদ্র সৈকত’কে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে লাল সবুজের পতাকায় রঙ্গীন করে তোলা হয়।
সোমবার ২৬ মার্চ বিকেলে জাতীয় পতাকাবাহী বীচ বাইক আর জেড স্কী’র একটি বিরাট বহর সৈকতের ইসলামিয়া কামিল মাদরারাসা  পয়েন্ট থেকে কলাতলী হয়ে লাবণী পয়েন্টে এসে শেষ হয়।
পর্যটক ও দর্শনার্থীদের মাঝে স্বাধীনতা দিবসের বীরত্বগাথা বার্তা ছড়িয়ে দিতে জেলা প্রশাসনের এ উদ্যোগ বলে মন্তব্য করেছেন জেলা প্রশাসক মো. কামাল হোসেন।
এসময় সৈকতে এক ও উপভোগ্য পরিবেশের সৃষ্টি হয়। ব্যতিক্রমী এ পরিবেশ দেখে বীচের দর্শনার্থীরা আনন্দঘন কোলাহলে মেতে উঠেন। এসময় জেলা প্রশাসক মো. কামাল হোসেন সহ জেলা প্রশাসন, বীচ ম্যানেজমেন্ট কমিটি ও টুরিস্ট পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।
Exit mobile version