স্বাধীনতা সংগ্রামে পার্বত্য চট্টগ্রামের মানুষের ভূমিকা কম ছিলো না: দীপংকর তালুকদার

fec-image

খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার, এমপি বলেছেন, দেশের স্বাধীনতা সংগ্রামে পার্বত্য চট্টগ্রামের মানুষের ভূমিকা কম ছিলো না। কিন্তু সঠিক তথ্যের অভাবে সে সব বিষয় তুলে আনা সম্ভব হয়নি। তবে পার্বত্য চট্টগ্রামের সঠিক ইতিহাস তুলে আনার চেষ্টা করছি।

বুধবার (২৩ ডিসেম্বর) রাঙ্গামাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে মুজিব শতবর্ষ ও বিজয়ের মাসে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধারা দেশ ও মাতৃকার টানে যুদ্ধ করেছিল। তাদের কারণেই আমরা স্বাধীন দেশ ও পতাকা পেয়েছি। কিন্তু মুক্তিযুদ্ধ নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্রকারীরা থেমে নেই। তাই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সকলকে সতর্ক থাকতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি ডিজিএফআই এর অধিনায়ক কর্নেল ইমরান ইবনে এ রউফ, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মামুন (সার্বিক), অতিরিক্ত পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ, মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী কামাল উদ্দিনসহ জেলার বীর মুক্তিযোদ্ধাগণ।
শেষে অনুষ্ঠানে মোট ৪৪ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করেন অতিথিরা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন