parbattanews

স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চেয়ে রাঙামাটিতে মৌন মিছিল ও মানববন্ধন

Nagorik komiti

আলমগীর মানিক, রাঙামাটি

পার্বত্য চট্টগ্রামে ভাতৃঘাতি সংঘাত বন্ধ ও সরকারের কাছে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চেয়ে রাঙামাটি শহরে মৌন মিছিল ও মানববন্ধন করেছে বেশ কয়েকটি পাহাড়ি সংগঠন। পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির উদ্যোগে আয়োজিত মৌন মিছিলটি শহরের শিল্পকলা একাডেমী থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনে মিলিত হয়।

প্রায় ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত কয়েকশ পাহাড়ি গ্রামবাসি ভাতৃঘাতি সংঘাত বন্ধ, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি, পাহাড়ি জনগোষ্ঠির জীবনের নিরাপত্তা চেয়ে বিভিন্ন ফেষ্টুন ব্যানার ও প্লেকার্ড নিয়ে অংশগ্রহণ করে।

পার্বত্যাঞ্চলের বিরাজমান সমস্যার সমাধানসহ ভাতৃঘাতি সংঘাত বন্ধের আহবান জানিয়ে মানববন্ধনে বক্তব্য রাখেন নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ড. মানিক লাল দেওয়ান, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নিরূপা দেওয়ান, নারী নেত্রী টুকু তালুকদারসহ পাহাড়ি সমাজের নেতৃবৃন্দ।

Exit mobile version