parbattanews

স্বামীকে ফাঁসাতে নিজ সন্তানকে অপহরণ নাটক সাজিয়ে ধরা খেল গৃহবধু

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

খাগড়াছড়িতে স্বামীকে ফাঁসাতে নিজের সন্তানকে লুকিয়ে রেখে অপহরণ নাটক সাজাতে গিয়ে নিজে ফেঁসে গেছে বিলকিছ বেগম নামে এক গৃহবধু।

পুলিশ চাঁদপুর ফরিদগঞ্জের নানার বাড়ি থেকে কথিত অপহৃত শিশু আশিক’কে(৯) উদ্ধার করে। আটক করা হয় তাঁর মা বিলকিছ বেগমকে।

পুলিশ জানায়, বিলকিছ বেগমের সাথে স্বামী জাকির হোসেনের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল। তাই স্বামীকে ফাঁসাতে নিজের সন্তান আশিক(৯)কে তাঁর নানার বাড়িতে লুকিয়ে রাখে এবং গত ১১ জানুয়ারি খাগড়াছড়ি জেলা শহরের ইসলামপুর যাওয়ার পথে পুলিশ সুপারের কার্যালয়ের নিচের রাস্তা থেকে বিলকিস বেগমকে মারধর ধরে তাঁর ছেলে আশিককে অপহরণ করে নিয়ে যায় এমন অভিযোগ করে স্বামী জাকির হোসেনসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করে।

খাগড়াছড়ি সদর থানার ওসি সাহাদাৎ হোসেন টিটো বলেন, ‘মূলত পারিবারিক কলহের জেরে স্বামীকে ফাঁসানোর জন্য নিজের সন্তানকে লুকিয়ে রেখে বিলকিছ বেগম অপহরণ নাটক সাজায়। পরে পুলিশ তদন্ত করে ঘটনার সত্যতা উদঘাটনে অভিযানে নামে। এক পর্যায়ে বুধবার মধ্য রাতে শিশুটিকে বাদী বিলকিস বেগমের বাড়ি থেকে উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধার হওয়া শিশু আশিক জানান, তাকে কেউ অপহরণ করেনি। সে এত দিন নানার বাড়িতেই ছিল।

Exit mobile version