parbattanews

‘স্বাস্থ্যখাতের উন্নয়নে শিশু ও মাতৃমৃত্যু হ্রাস পেয়েছে’

বর্তমান আওয়ামীলীগ সরকারের আমলে স্বাস্থ্যখাতের ব্যাপক উন্নয়নের কারণে শিশু ও মাতৃমৃত্যু হার হ্রাস পেয়েছে বলে মন্তব্য করেছেন, রাঙামাটি জেলা পরিষদের সদস্য সুবীর চাকমা।

শনিবার (০৬ এপ্রিল) সকালে জেলা পরিষদের সহযোগিতায় সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত বিশ্ব স্বাস্থ্য দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা পরিষদের সদস্য বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতেই বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়ন ও চিকিৎসা বিজ্ঞানের গবেষনায় বৈপ্লবিক পরিবর্তন শুরু হয়েছিল। জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে তাঁরই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি স্বাস্থ্যখাতে ব্যাপক উন্নয়ন বাস্তবায়িত হয়েছে। ফলে গত ১৫ বছরে শিশু ও মাতৃমৃত্যু, জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস, গড় আয়ু বৃদ্ধিসহ উল্লেযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে।

সিভিল সার্জন ডা. নীহার রঞ্জন নন্দীর সভাপতিত্বে এবং সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা খোকন চাকমার সঞ্চালনায় ডেপুটি সিভিল সার্জন ডা. অমিত দে, রাঙামাটি সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিনোদ শিখর চাকমা, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আবু ফয়সালসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। এর আগে সিভিল সার্জন কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

Exit mobile version