parbattanews

স্বাস্থ্যবিধি না মানায় পেকুয়ায় ১০ জনকে অর্থদণ্ড

কক্সবাজারের পেকুয়ায় করোনার সংক্রমণের ঝুঁকি এড়াতে স্বাস্থ্যবিধি না মেনে গাড়িতে যাত্রীবহন এবং মাস্ক পরিধান না করায় ১০ জনকে ২ হাজার ৪ শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শনিবার (৩ এপ্রিল) সকালে উপজেলার চৌমুহনী স্টেশনে পেকুয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা মোতাছেম বিল্ল্যাহ এ অভিযান পরিচালনা করেন।

এসময় স্বাস্থ্যবিধি না মেনে সিএনজি, মোটরসাইকেল, রিক্সাসহ বিভিন্ন যানবাহনে সরকারী নিদের্শনা অমান্য করে বেশি যাত্রী নেওয়া ও মাস্ক না পরে অবাধে চলাফেরার অভিযোগে ১০ ব্যক্তিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে স্বাস্থ্যবিধি মানতে মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়।

এ সময় পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাছেম বিল্ল্যাহ বলেন, দ্রুত বেড়ে চলছে করোনা মহামারী। পেকুয়াতে ইতোমধ্যে বেশ কয়েকজন আক্রান্ত হয়েছেন। সরকারের ১৮ নির্দেশনা অনুযায়ী ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে। আগামী সোমবার থেকে লকডাউন কঠোরভাবে পালন করা হবে।

Exit mobile version