Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 53

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 55

স্মার্টওয়াচ বদলে যাবে গাড়ির চাবিতে!

smart-key-655x360তথ্য প্রযুক্তি ডেস্ক:
এবার গাড়ির চাবি আপনার কাছে না থাকলেও গাড়ি চালাতে অসুবিধা হবে না৷গাড়ির চাবি ছাড়াও গাড়ি চালাতে পারবেন আপনি৷ সৌজন্যে অ্যাপেল স্মার্টফোন৷

অ্যাপেল স্মার্টওয়াচের ফিচারে এমনই নয়া ফিচার যোগ করতে চলেছেন বলে সংস্থায় সিইও টিম কুক জানিয়েছেন৷‘দ্য টেলিগ্রাফ’কে দেওয়া এক সাক্ষাৎকারে টিম কুক জানান, অ্যাপেল স্মার্টওয়াচ গাড়ির চাবির কাজ করতে সক্ষম৷তিনি আরও জানান, যতক্ষণ স্মার্টওয়াচটিতে চার্জ থাকবে ততক্ষণ এই ঘড়িকে চাবি হিসাবে ব্যবহার করতে পারবেন ব্যবহারকারী৷ তবে কীভাবে এই স্মার্টওয়াচটি চাবির কাজ করবে তা অবশ্য গোপন রেখেছেন অ্যাপেলের সিইও৷

প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিলে অ্যাপেল তাদের স্মার্টওয়াচটি বাজারে আনছে৷পাশাপাশি ৯ মার্চ অ্যাপেলের তরফে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷সূত্রের খবর, এই দিনই অ্যাপেলের তরফে স্মার্চওয়াচটি সকলের সামনে আনা হতে পারে৷তবে অ্যাপেলের স্মার্টওয়াচটির দাম কত হবে তা অবশ্য অ্যাপেলের তরফে জানানো হয়নি৷

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন