parbattanews

‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের এগিয়ে আসতে হবে’

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

সোমবার (৮) ওয়েলফেয়ার ফ্যামিলি বাংলাদেশ ও ওয়েলফেয়ার টেকনোলজিস সার্ভিসেস লিমিটেড এর আয়োজনে জেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত ফ্যামিলি সদস্যদের দক্ষতা উন্নয়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডিসি আরও বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। এইজন্য আমাদের তথ্য প্রযুক্তিতে শক্তিশালী হতে হবে। বিশ্বের উন্নত দেশগুলো প্রযুক্তিতে অনেকদূর এগিয়ে গেছে বলে বক্তারা জানান।

ওয়েলফেয়ার ফ্যামিলি’র চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তা আনোয়ার আল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, ওয়েলফেয়ার ফ্যামিলি বাংলাদেশ’র চেয়ারম্যান ও গবেষণা পরিচালক নূর মোহাম্মদ সিদ্দিকী, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলাম, সিএইচটি উইমেন ফোরাম’র জেনারেল সেক্রেটারি শ্রীজ্ঞানী চাকমা, সমাজসেবক নুরুল আবসার। দিনব্যাপী এ কর্মশালায় ওয়েলফেয়ার’র ২০৫ জন কর্মী অংশ নেন।

Exit mobile version