parbattanews

স্রোত আর ভাঙনে কর্ণফুলী নদী গর্ভে বিলিনের পথে বিস্তীর্ণ বনভূমি

sagun bagun

কবির হোসেন, কাপ্তাই প্রতিনিধিঃ

প্রবণ বর্ষণ, পাহাড়ী ঢল আর কাপ্তাই স্প্রীলওয়ের স্রোতে পার্বত্য চটগ্রাম দক্ষিণ বন বিভাগের কর্ণফুলী রেঞ্জের ফ্রিংখ্রীং বিটের বিস্তীর্ণ সেগুন বাগানসহ বনভূমি কর্ণফুলী নদী গর্ভে বিলিন হয়ে যাচ্ছে। টানা বর্ষণে কাপ্তাই-কর্ণফুলী ন্যাশনাল পার্কের বনভূমি নদী গর্ভে তলিয়ে যাওয়ার পাশাপাশি বিশাল আকৃতির গাছ নদীর স্রোতে তলিয়ে যাচ্ছে।

ইতিমধ্যে নদীর স্রোতে অনেক গাছের কোন হদিস মিলছেনা বলে জানা যায়। বন বিভাগের সেগুন বাগানের পার্শ্ব জুড়ে ব্যাপক ভাঙন অব্যাহত রয়েছে। বহু মূল্যবান সেগুনগাছ পানির মধ্যে তলিয়ে গেছে।

বিট কর্মকর্তা রুহল আমিন জানান, অনেক গাছ ভেঁসে যাওয়ার ভয়ে কেটে অফিস হেফাজতে নিয়ে আসছি। বর্তমানে পানির যে পরিমাণ স্রোত তাতে করে অফিস বিট নিয়েও ভয়ে আছি।

বন কর্মকর্তা ও চিৎমরম এলাকার লোকজন জানান, শুধু কর্ণফুলী নদীর স্রোতে এবং স্প্রীলওয়ের গেট খুলে দেওয়ার ফলে নিজেদের বাগানের বসতভিটা ও ওয়াগ্গা চা বাগানের ব্যাপক ক্ষতি হচ্ছে।

ভুক্তভোগীরা উল্লেখ করেন, বিউবোর পানি কমানো না হলে এ হতে রক্ষা পাওয়া সম্ভভ নয়।

Exit mobile version