parbattanews

সৎ পথে থাকলে মানুষ অবশ্যই তাঁর স্রষ্টাকে লাভ করতে পারবেন : দীপংকর তালুকদার এমপি

খাদ্য মন্ত্রনালয় সম্প্রর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদার বলেন, ধর্ম মানুষকে কল্যানের পথে নিয়ে যায়। এবং মানুষকে ভালোবাসতে শেখায়। সৎ পথে থাকলে মানুষ অবশ্যই তাঁর স্রষ্টাকে লাভ করতে পারবেন।

বুধবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ, কাপ্তাই উপজেলা শাখা এই আলোচনা সভার আয়োজন করেন।

বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ কাপ্তাই উপজেলা শাখার সভাপতি সুবর্ণ ভট্টাচার্যের সভাপতিত্বে সাংস্কৃতিক সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, দীপ্তিময় তালুকদার, কাপ্তাই উপজেলা পরিষদ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাছির উদ্দীন, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো.মহিউদ্দিন, কাপ্তাই উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, কাপ্তাই থানার ওসি জসিম উদ্দিন।

স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উৎপল ভট্টাচার্য।

এর আগে কেপিএম কয়লার ডিপু হরি মন্দির প্রাঙ্গন হতে মঙ্গল শোভাযাত্রার বের করা হয়।

Exit mobile version