parbattanews

‘সৎ ব্যবসায়ীরা মৃত্যুর পর শহীদের মর্যাদা পাবে’

রাঙামাটিতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যে দিয়ে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে।

শুক্রবার (১৫ মার্চ) সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের মিলনায়তনে জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক বলেন, যারা সৎ ব্যবসা করবে মৃত্যুর পর তারা শহীদের মর্যাদা পাবে। সকল ধর্মে মানব সেবার কথা বলা হয়েছে।

জেলা প্রশাসক আরো বলেন, সততার সাথে ব্যবসা করেন, আপনার সন্তানের দায়িত্ব উপরওয়ালা নিবেন। ব্যবসায়ীদের মধ্যে নৈতিকতা না আসলে সারাদিন কথা বললে কোন কাজে আসবে না। খাবার এক প্রকার সম্পদ, আবার এক প্রকার বিষ। ভেজাল খাবারের কারণে মানুষ তারা আয়ু হারায়, বিভিন্ন রোগে ভুগছে।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, জেলা খাদ্য নিয়ন্ত্রক কানিজ জাহান বিন্দু, বাংলাদেশ কনজুমার এসোসিয়েশন জেলা কমিটির সভাপতি মনিরুজ্জামান মহসিন রানা, রাঙামাটি হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক নেকাব্বর আলী, বনরূপা ব্যবসায়ী সমিতির সভাপতি আবু সৈয়দসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।

এর আগে জেলা প্রশাসনের প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভাস্থলে এসে মিলিত হয়।

 

Exit mobile version