parbattanews

সড়কে লাগামহীন চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে খাগড়াছড়িতে পরিবহন শ্রমিকদের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

সড়কে লাগামহীন চাঁদাবাজি ও কুমিল্লার দাউদকান্দির বড় দাগোহারহাট এলাকায় ওজন পরিমাপের নামে শ্রমিকদের হয়রানির অভিযোগ এনে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন করেছে সড়ক পরিবহণ সমবায় সমিতি লিমিটেড ও জেলা ট্টাক শ্রমিক ইউনিয়ন।

শুক্রবার দুপুরে ট্টাক শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে পরিবহণ শ্রমিক সংগঠনের নেতারা অভিযোগ করেন, দেশজুড়ে সড়কে লাগামহীন চাঁদাবাজি ও বিভিন্ন ধরনের হয়রানিতে অতিষ্ট হয়ে উঠেছে অসহায় পরিবহণ শ্রমিকরা। যে শ্রমিকরা প্রতিনিয়ত জীবনের ঝুকি নিয়ে সাধারণ যাত্রীসহ মালামাল দেশের এ প্রান্ত থেকে ওই প্রান্তে পৌঁছে দিচ্ছে তারাই আজ সকলের কাছে অবহেলিত। সড়কে তারা দিনের পর দিন লাঞ্চিত, বঞ্চিত হলেও দেখার কেউ নেই।

সাংবাদিক সম্মেলনে অভিযোগ করা হয়, কিছু দুস্কৃতিকারী সড়কে নিজেদের পকেট ভারী করতে ওজন পরিমাপের নামে হয়রানিসহ শ্রমিকদের নানা ভাবে হয়রানি করছে। এছাড়াও সড়কে পুলিশ ও মাস্তানদের চাঁদাবাজি এখন চরমে। বর্তমানে পরিবহণ শ্রমিকরা অর্ধহারে অনাহারে জীবন যাপন করলেও তাদের দেখার মত  কেউ নেই। তাই পরিবহণ শ্রমিকদের জন্য ন্যায্য মুল্যের রেশন কার্ড ব্যবস্থা চালুর দাবি জানান পরিবহণ চালক ও শ্রমিক নেতারা।

সংবাদ সম্মেলনে খাগড়াছড়ি চালক সমবায় সমিতির সভাপতি মনোতোষ ধর ও খাগড়াছড়ি ট্টাক শ্রমিক ইউনিয়নের সভাপতি স্বপন কুমার সাহা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আর্কষণ করে বলেন, সারাদেশের মানুষের সুখে-দুঃখে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাশে পায়। তিনি পরিবহণ শ্রমিকদের দিকে একটু সুদৃষ্টি দিলেই এ অসহায় ও খেটে খাওয়া এ সকল শ্রমিকরা অর্ধহারে-অনাহারে জীবন যাপন কাটানোর হাত থেকে রক্ষা পাবে। এছাড়াও শ্রমিকদের বিভিন্ন সুযোগ-সুবিধা প্রধানসহ সড়কে হয়রানি বন্ধে সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানানো হয়।

Exit mobile version