parbattanews

‘সড়ক নিরাপত্তা আইন থাকলেও বাস্তবে কোন পদক্ষেপ নেই’

এশিচিং মারমার নিহতের ঘটনায় অভিযুক্ত ট্রাক চালককে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

বাংলাদেশে সড়ক নিরাপত্তা আইন থাকলেও বাস্তবে কোন পদক্ষেপ নেই। প্রতিনিয়ত বাংলাদেশে সড়ক দূর্ঘটনা ঘটে চলছে। তার ন্যায় রাঙ্গামাটিতেও প্রায় সময় সড়ক দূর্ঘটনা ঘটে যাচ্ছে।

সোমবার (১৮ নভেম্বর) সকালে রাঙ্গামাটি সরকারি কলেজের প্রধান গেইটের সামনে ট্রাক- অটোরিক্সা সংঘর্ষে নিহত রাঙ্গামাটি সরকারি কলেজ শিক্ষার্থী এশিচিং মারমার নিহতের ঘটনায় অভিযুক্ত ট্রাক চালককে গ্রেফতারের দাবিতে মানববন্ধনে শিক্ষক ও শিক্ষার্থীরা এমন অভিযোগ করেন।

শিক্ষক ও শিক্ষার্থীরা আরও বলেন, সড়কে যারা বেপরোয়াভাবে গাড়ি চালায় তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং অবিলম্বে রাঙ্গামাটি সরকারি কলেজ শিক্ষার্থী এশিচিং মারমার নিহতের ঘটনার অভিযুক্ত ট্রাক চালক রমজান আলীকে গ্রেফতারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান শিক্ষার্থীরা।

এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, রাঙ্গামাটি সরকারি কলেজের অধ্যক্ষ মঈন উদ্দিন, অর্থনীতি বিভাগের অধ্যাপক মনোয়ার কবির, হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক শফিকুল ইসলাম, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র অসিম গুপ্ত, হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্র অঞ্চুলাল ত্রিপুরা,অর্থনীতি বিভাগের ২য় বর্ষের ছাত্রী মিনা চাকমা প্রমূখ।

উল্লেখ্য, রবিবার ঘাগড়া কলাবাগান এলাকায় সিএনজি-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হয় এশিচিং মারমা।

Exit mobile version