parbattanews

সড়ক নিরাপত্তা জোরদার এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাঙামাটিতে সেমিনার ও র‌্যালী

BRTA Pic-17.06.13

জেলা সংবাদদাতা,রাঙামাটি:
সড়ক নিরাপত্তা জোরদার করণ এবং সড়ক দুর্ঘটনা হ্রাস কল্পে পেশাজীবি গাড়ী চালকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পার্বত্য জেলা রাঙ্গামাটিতে আজ এক সেমিনার অনুষ্ঠিত হয়। রাঙ্গামাটি জেলা প্রশাসক মোঃ মোস্তফা কামাল সেমিনারে প্রধান অতিথি ছিলেন।
রাঙামাটি জেলার পুলিশ সুপার আমেনা বেগম, বিআরটিএর উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান মৃধা, পৌর মেয়র সাইফুল ইসলাম ভূট্টো, প্রেসক্লাবের সভাপতি সুনীল কান্তি দে, বিআরটি এর সহকারী পরিচালক মোঃ গিয়াস উদ্দিন, সেমিনারে বক্তব্য রাখেন।

সেমিনারে জানানো হয়, প্রতিবছর বাংলাদেশে প্রায় ৫ হাজার সড়ক দুর্ঘটনা ঘটে। এতে ৪ হাজার মানুষ অকালে প্রাণ হারায়। জান মালেল ক্ষতি প্রায় ৫ হাজার কোটি টাকা যা মোট জিডিপির শতকরা ২ ভাগ।
সেমিনারে রাঙ্গামাটি পার্বত্য জেলার বিভিন্ন চালক শ্রমিক সংগঠনের ২ শতাধিক চালক অংশ নেয়। সেমিনারের পূর্বে নিরাপদ সড়ক নিশ্চিত কল্পে জনগনের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে রাঙ্গামাটি শহরে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। জেলা প্রশাসন কার্যালয় থেকে শুরু হয়ে র‌্যালীটি রাঙ্গামাটি শহরের প্রধান প্রধন সড়ক প্রদক্ষিণ শেষে রাঙ্গামাটি পৌর কার্যালয়ে এসে শেষ হয়।  রাঙ্গামাটি জেলা প্রশাসন ও বিআরটিএ যৌথ ভাবে এ সেমিনার ও র‌্যালীর আয়োজন করে।

Exit mobile version