parbattanews

সড়ক নির্মাণ কাজে নিয়োজিত ট্রাকে লক্ষ্য করে সন্ত্রাসীদের গুলি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মধ্যম বাঘাইছড়ি নামক এলাকায় মারিশ্যা-মাঝিপাড়া সীমান্ত সড়কের কাজে নিয়োজিত ড্রাম ট্রাক লক্ষ্য করে গুলি চালিয়েছে অজ্ঞাত সন্ত্রাসীরা।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

সূত্র জানায়, মারিশ্যা-মাঝিপাড়া সীমান্ত সড়কের বালু সরবরাহ কাজে নিয়োজিত ছিল ট্রাকটি।

ট্রাকের মালিক মো. শাহালম জানান, সীমান্ত সড়কে বালু দিয়ে মারিশ্যা আসার পথে বাঘাইছড়ি ইউনিয়নের মধ্যম বাঘাইছড়ি দানবির চাকমার বাড়ি পাশে পৌঁছালে চলন্ত গাড়িতে পরপর দুইটি গুলি করে সন্ত্রাসীরা। এতে ট্রাকের গ্লাস ভেঙে যায়। তবে এতে ড্রাইভার-হেলপারের কোন ক্ষতি হয়নি।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন ট্রাক চালক জানান, সন্ধ্যা ৭টার পর এই সড়কটিতে যান চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে পাহাড়ের একটি আঞ্চলিক সংগঠন। আর এ কারণেই গাড়িতে গুলি করা হয়েছে।

এ বিষয়ে বাঘাইছড়ি থানার ওসি ইশতিয়াক আহমেদের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, বিষয়টি আমরা শুনেছি, খোঁজ খবর নিচ্ছি।

Exit mobile version