parbattanews

সড়ক ভেঙ্গে বান্দরবান-রোয়াংছড়িতে যানবাহন চলাচল বন্ধ: ব্যাপক জনভোগান্তি

Rowangchari pic 7.7

রোয়াংছড়ি প্রতিনিধি:

ভারি টানা বর্ষণে ফলে সড়ক ভেঙ্গে রোয়াংছড়ি-বান্দরাবনে যানবাহন চলাচল বন্ধ থাকায় ব্যাপক জনভোগান্তির সৃষ্টি হয়েছে। টানা ৩দিনে ভারি বর্ষণের সড়ক ব্যাপক ক্ষয় ক্ষতি সাধিত হয়েছে।

বান্দরবান-রোয়াংছড়িতে যাওয়া সড়কের ময়নাতলী ও রাম জাদির এলাকার সড়কটি ঢেবে যাওয়ায় যানবাহন চলাচলে বন্ধ রয়েছে। ছোট ছোট যান চলাচল করতে পারলেও বড় ধরনে যান চলাচল করতে পারে না।

জানা গেছে বিপজনক অবস্থা দেখে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা ছোট বড় যানবাহন চলাচলের বন্ধ করা নির্দেশ দিয়েছে। ঢেবে যাওয়ায় সড়কটি ঈদের পরে সংস্কার করা হবে।

রোয়াংছড়ি উপজেলাবাসীদের জেলা শহরের চলাচলে চরমে ভোগান্তি সৃষ্টি হয়েছে বলে জানান এলাকাবাসীরা। শুধু তাই নয় কৃষকদের ক্ষেতেও ব্যাপক ক্ষতি হয়েছে।

কৃষক বশির আহম্মদ বলেন, তার দুই লক্ষাধিক টাকার ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষকদের ক্ষেতখামারও পানিতে ডুবে যাওয়ায় অনেকেরই ক্ষতিগ্রস্ত হয় বলে জানান এলাকার সংশ্লিষ্টরা।

Exit mobile version