হঠাৎ ঝড়ে কুতুবদিয়ায় ব্যাপক ক্ষয়-ক্ষতি    

কুতুবদিয়া প্রতিনিধি:

হঠাৎ ঝড়ে ব্যাপক ক্ষয়-ক্ষতির মুখে পড়েছে কুতুবদিয়া। ঝড়ের সাথে আকস্মিক বৃষ্টিতে তলীয়ে গেছে সব লবণ মাঠ। এতে ক্ষতি প্রায় কোটি টাকা। সোমবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে এই ঝড়হাওয়া বয়ে যায় উপকূল হয়ে।

উপজেলার বিভিন্ন স্থানের দেয়া তথ্যে জানা যায়, আকস্মিক ঝড়ে কাচা ঘর-বাড়ি ভেঙে পড়ে। ঘন্টাব্যাপী ঝড়ের তাণ্ডবে উত্তর ধুরুং ইউনিয়নে গুলশান একাডেমি নামের একটি কেজি স্কুলের পুরো চাল উড়ে গেছে। আজম সড়কে আশ-পাশের গাছ ভেঙে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে এসব অপসারণ করলে যানবাহান চলাচল স্বাভাবিক হয়।

প্রাথমিক সূত্রে জানা যায়, উপজেলার ৬ ইউনিয়নে প্রায় ৫ শতাধিক কাচা-ঘর বাড়ি ভেঙে পড়ে। কয়েক হাজার গাছ উপড়ে পড়ার খবর পাওয়া গেছে। ধুরুং বাজারের পূর্ব পাশে সৌর বিদ্যুৎ প্রকল্পের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। দিনভর সেখানে বিদ্যুৎ ছিল না বলে ব্যবসায়ীরা জানান।

অপর দিকে দ্বীপের প্রধান অর্থকরী লবণ উৎপাদনের পুরো মৌসুমে দামের দরপতনের মধ্যে হঠাৎ বৃষ্টির দরুণ ৬ হাজার একর লবণ মাঠে উঠতি লবণ-পানি একাকার হয়ে যায়। চাষীরা বুঝে ওঠার আগেই বাতাস-বৃষ্টি শুরু হয়। ফলে মাঠে জমানো লবণও ঢাকার সুযোগ হয়নি। বৃষ্টির পানিতে মিশে যায়।

দক্ষিণ ধুরুং ইউনিয়ন আ’লীগের সেক্রেটারি সাইফুল আলম সিকদার জানান, তার ১০ একর লবণ মাঠের পুরো লবণই বৃষ্টিতে তলিয়ে গেছে। প্রতি মণ লবণ এখন ১৮০-২০০ টাকায় বিক্রি হচ্ছে। উপজেলায় ৬ হাজার একর লবণ মাঠে প্রায় কোটি টাকার লবণ জলে গেছে বলে তিনি মনে করেন।

একই কথা জানান লেমশীখালী ইউনিয়নের লবণ চাষী আব্দু রহিম। তার ৪ একর লবণ মাঠের লবণ গলে গিয়ে মাঠে বিছানো পলিথিনও উড়ে গেছে। যে কারণে তিনি অন্তত ৩০ হাজার টাকার লোকসানে পড়লেন। ঝড়ের কবলে পড়ে বেশ কয়েকটি ফিশিং ট্রলার দিক ভুলে অন্যত্র হারিয়ে গেছে। তাদের সাথে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানা গেছে। তবে প্রানহাণীর খবর পাওয়া যায়নি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন