parbattanews

হতদরিদ্রদের পাশে দাঁড়ালেন পানছড়ি থানা

করোনাভাইরাস সংক্রমণে কর্মহীন হয়ে পড়া পানছড়ির খেটে খাওয়া হতদরিদ্রদের পাশে দাঁড়িয়েছেন পানছড়ি থানা।

রোববার (১৯ এপ্রিল)থানা ভবন এলাকায় সামাজিক নিরাপদ দুরত্ব বজায় রেখে উপজেলার অর্ধশতাধিক হতদরিদ্রের হাতে খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়। খাদ্য সামগ্রীর মাঝে ছিল চাউল, ডাল, তেল, আটা, লবণ ও সাবান।

ওসি মোহাম্মদ দুলাল হোসেন, এসআই পার্থ রায় চৌধুরী, এসআই নিভু রঞ্জন দত্ত ও এসআই অনিক কুমার দে’র অর্থায়নে এ সব সামগ্রী দেয়া হয়।

ওসি দুলাল হোসেন জানান, আমরা আমাদের সাধ্যমত পাশে দাঁড়িয়ে সহায়তা দেয়ার চেষ্টা করছি এবং এ মুহুর্তে বিত্তবানদের একটু একটু করে এগিয়ে আসা দরকার বলেও জানান।

খাদ্য সামগ্রী নিতে আসা বিভিন্ন সম্প্রদায়ের হতদরিদ্ররা পানছড়ি থানাসহ বাংলাদেশে কর্মরত সকল পুলিশ সদস্য ও দেশবাসীর জন্য যার যার ধর্মানুসারে দোয়া ও আর্শিবাদ করেন।

উল্লেখ্য এর আগেও পানছড়ি থানার এক পুলিশ দম্পত্তি উপজেলা ২৫ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছিল।

Exit mobile version