parbattanews

হত্যাচেষ্টার মামলায় রামুর মাদ্রাসা শিক্ষক কারাগারে

হত্যাচেষ্টার মামলায় কক্সবাজারে রামুর মাদ্রাসা শিক্ষক মো. জাকারিয়াকে কারাগারে পাঠিয়েছে বিজ্ঞ আদালত। মো. জাকারিয়া রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পূর্ব থিমছড়ি এলাকার রশিদ আহমদের ছেলে এবং নাইক্ষ্যংছড়ি উপজেলার মদিনাতুল উলুম ফাজিল মাদ্রাসার শিক্ষক।

জানা গেছে, গ্রেফতারকৃত মো. জাকারিয়াসহ ৪ জনকে আসামী করে ২০২৩ সালের ২৮ নভেম্বর রামু থানায় মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা (নং ৬৭১) দায়ের করা হয়। মামলাটি দায়ের করেন, গর্জনিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পূর্ব থিমছড়ি এলাকার ফজল কাদেরের স্ত্রী জোলেখা খানম।

বাদী জোলেখা খানম জানিয়েছেন, মামলা দায়েরের পর থেকে ২নং আসামী মো. জাকারিয়া পলাতক ছিলেন। অবশেষে মঙ্গলবার, ১৯ মার্চ মো. জাকারিয়া কক্সবাজার বিজ্ঞ সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বশরীরে হাজির হয়ে জামিনের আবেদন জানান। এসময় বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাদী জোলেখা খানম আরও জানিয়েছেন, এ মামলার অপর ৩ আসামী শফিউল আলম, রহিম উল্লাহ ও নুরুল হাকিম একাধিক মামলায় আটক হয়ে বর্তমানে কারাভোগ করছেন।

Exit mobile version