parbattanews

হত্যা প্রচেষ্টা মামলায় জেএসএস’র সাংগঠনিক সম্পাদক আটক

kkkkk

স্টাফ রিপোর্টার:

হত্যা প্রচেষ্টায় মামলায় জড়িত থাকার অভিযোগে বান্দরবানের রুমা উপজেলা জেএসএস’র সাংগঠনিক সম্পাদক ফ্রান্সিস ত্রিপুরাকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে রুমা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।নিরাপত্তা বাহিনীর কাছে ফ্রান্সিস একজন কুখ্যাত চাঁদাবাজ হিসাবে চিহ্নিত।

সূত্র জানিয়েছে, গত ১ মার্চ বান্দরবানে রুমা উপজেলার রুমা ইউনিয়নের ৮ নং ওযার্ডের মেম্বার ও জেএসএস নেতা শৈহ্লা প্রু মারমা (৪৮)কে ঘুমন্ত অবস্থায় গুলি করা হয়। তার শরীরে তিন গুলি বিদ্ধ হলেও তিনি ভাগ্যক্রমে বেঁচে যান। পুলিশের মতে, জেএসএস’র অভ্যন্তরীণ দ্বন্দ্বে শৈহ্লা প্রু মারমাকে হত্যা চেষ্টা করা হয়েছিল। এ ঘটনায় রুমা থানায় একটি হত্যা প্রচেষ্টা মামলা দাযের করা হয়েছিল।

শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে যৌথবাহিনীর একটি দল গোপন তথ্যের ভিত্তিতে উক্ত মামলায় রুমা বাজার থেকে ফ্রান্সিস ত্রিপুরাকে আটক করে।  পরে তাকে রুমা থানায় হস্তান্তর করা হয়।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম পার্বত্যনিউজের কাছে এই আটকের সত্যতা স্বীকার করে বলেন, জেএসএস’র অভ্যন্তরীণ দ্বন্দ্বের একটি হত্যা প্রচেষ্টা মামলায় সন্দেহভাজন হিসাবে তাকে আটক করা হয়েছে।

Exit mobile version