parbattanews

হযরত মুহাম্মদ (সা:) কে কটুক্তি এবং ব্যাঙ্গচিত্র অঙ্কনের প্রতিবাদে দীঘিনালায় মানববন্ধন

ফ্রান্সে রাষ্ট্রীয়ভাবে বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা)কে কটুক্তি এবং ব্যাঙ্গচিত্র অঙ্কনের প্রতিবাদে দীঘিনালা উপজেলায় মানববন্ধন কর্মসূচীসহ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকালে বঙ্গবন্ধু চত্বরে দীঘিনালা উপজেলা ঈমাম মুয়াজ্বিন ঐক্য পরিষদ এর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে দীঘিনালা উপজেলা ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদের সভাপতি মাওলানা জামালুল হাসান জামীল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ কাশেম।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দীঘিনালা উপজেলা ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা অহিদুর রহমান, মাওলানা হাফেজ আবুল বাশার, বাস টার্মিনাল জামে মসজিদের ঈমাম মাওলানা রুহুল আমীন, ছােট মেরং বাজার জামে মসজিদের ঈমাম মাওলানা হামীদুল্লাহ নােমান, বাবুছড়া বাজার জামে মসজিদের ঈমাম মাওলানা সিফাত উল্লাহ, আল আমীন যুব কাফেলার সভাপতি মােঃ মােবারক হােসেন মেম্বার, কবাখালী বাজার বায়তুল আমান জামে মসজিদের ঈমাম মাওলানা সিরাজুল ইসলাম, ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক মাওলানা দেলােয়ার হােছাইন।

মানববন্ধনে ফ্রান্স সরকারকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা না চাওয়া পর্যন্ত তাদের যাবতীয় পন্য বর্জন করার জন্য আহবান জানান।

Exit mobile version