parbattanews

হরতালের প্রভাব নেই রাঙামাটিতে

সারাদেশে বিএনপি-জামায়াতসহ অন্যান্য দলের ডাকে রোববার (২৯ অক্টোবর) হরতাল চলছে। তবে দিনব্যাপী ডাকা এ হরতালের কোন প্রভাব নেই
রাঙামাটিতে।

সকাল থেকে দোকান-পাট খুলতে শুরু করেছে। শহরে যোগাযোগের একমাত্র বাহন অটোরিকশা চলতে দেখা গেছে। তবে তুলনামূলক কিছুটা কম চলছে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান নিয়েছে।

এদিকে রাঙামাটি শহরের পুরাতন বাস স্টেশন থেকে দূর পাল্লার বাস ছেড়ে না গেলেও শহরের রিজার্ভবাজার ঘাট থেকে দূরপাল্লার লঞ্চ ছেড়ে গেছে। তবে বাস মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়, কয়েক ঘণ্টা পর বাসও ছাড়া হবে।

রাঙামাটি থেকে লঞ্চযোগে লংগদু উপজেলার গন্তব্যে যাওয়া যাত্রী আসাদুজ্জামান বলেন, অফিসিয়াল কাজে যাচ্ছি। হরতালের কোন প্রভাব দেখতি পাচ্ছি না।

বাঘাইছড়ি উপজেলার উদ্দেশ্যে যাওয়া যাত্রী শাহানাজ বেগম বলেন, নিজেদের কাজে যাচ্ছি। শহরের তবলছড়ি এলাকা থেকে রিজার্ভবাজার আসছি অটোরিকশা দিয়ে। কোন সমস্যা তো দেখতে পায়নি।

Exit mobile version