parbattanews

হরতালে রাঙামাটিতে পিকেটিং,মিছিল ও সমাবেশ করেছে জামায়াত-শিবির

আলমগীর মানিক, রাঙামাটি:
জামায়াতে ইসলামী বাংলাদেশের সাবেক আমির অধ্যাপক গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার প্রতিবাদে ডাকা সোমবার সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে শহরের বনরূপা চত্তরে সরব পিকেটিং ও বিক্ষোভ মিছিল করেছে রাঙামাটি জামায়াত শিবিরের নেতাকর্মীরা।

সোমবার সকালে হরতালের শুরুতে শহরের উন্নয়ন বোর্ড এলাকায় প্রধান সড়কের উপর টায়ারে আগুন দেয় শিবির কর্মীরা। এছাড়া হরতালের সমর্থনে ও ট্রাইব্রুনাল ঘোষিত রায় বাতিলের দাবিতে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত শিবিরের নেতাকর্মীরা। জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলীমের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান বাণিজ্যিক এলাকা বনরূপা এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পেট্রোল পাম্প চত্তরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা নায়েবে আমির মাওলানা আবু বক্কর ছিদ্দিক, কর্মপরিষদ সদস্য মুক্তিযোদ্ধা আবু বক্কর মোল্লা, জেলা ছাত্র শিবিরের সভাপতি মোঃ শহিদুল্লাহ কায়সার, সেক্রেটারি রহমত উল্লাহ, সাবেক শিবির সভাপতি আব্দুস সালাম ও শিবিরের পৌর কমিটির সভাপতি নুরুজ্জামান। পরে পুলিশের হস্তক্ষেপে সমাবেশ সংক্ষিপ্ত করে সটকে পড়ে জামায়াত শিবিরের নেতৃবৃন্দ।

এদিকে প্রশাসনের কড়া নজরদারি সত্ত্বেও শহরের প্রাণ কেন্দ্রে জামায়াত শিবিরের নেতাকর্মীদের পিকেটিংয়ে সরব উপস্থিতি ও হরতালের সমর্থনে বের করা মিছিলের মূর্হুমুহ শ্লোগানে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো শহরে। এছাড়া হরতালে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের উপস্থিতি থাকলেও তেমন একটা মারমুখী ছিল না।

Exit mobile version