হরতাল-অবরোধেও টেকনাফ স্থল বন্দরে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আদায়

টেকনাফ প্রতিনিধি:

টানা অবরোধ ও হরতালের কোন প্রভাব পড়েনি টেকনাফ স্থল বন্দরে। অবরোধ-হরতাল স্বত্ত্বেও ফেব্রুয়ারী মাসে ৫ কোটি ৩৬ লাখ ৯ হাজার ৪৪৮ টাকার রাজস্ব আদায় করতে সক্ষম হয়েছে। ফলে লক্ষ্যমাত্রার চেয়ে অতিরিক্ত ৪৯ লাখ ৯ হাজার ৪৪৮ টাকার রাজস্ব আদায় হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক এ বন্দরে ফেব্রুয়ারী মাসে ৪ কোটি ৮৭ লাখ টাকা লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।

জানা যায়, ২০১৪-২০১৫ অর্থ বছরের ফেব্রুয়ারী মাসে ২২৮টি বিল অব এন্ট্রির মাধ্যমে ৫ কোটি ৩৬ লাখ ৯ হাজার ৪৪৮ টাকার রাজস্ব আদায় হয়েছে। এর বিপরীতে মিয়ানমার থেকে ২৭ কোটি ৪৯ লাখ ৫ হাজার ৯৪১ টাকার পণ্য আমদানি করা হয়েছে।
অপরদিকে ৬৫টি বিল অব এক্সপোর্টের মাধ্যমে মিয়ানমারে ৩ কোটি ২ লাখ ৫৭ হাজার ৪১৩ টাকার পণ্য রপ্তানি করা হয়েছে।

টেকনাফ স্থলবন্দর শুল্ক কর্মকর্তা মোঃ নূরে আলম জানান, টানা অবরোধ ও হরতাল স্বত্বেও ব্যবসায়ীরা আশানুরূপ পণ্য আমদানী করায় লক্ষমাত্রার অতিরিক্ত রাজস্ব আদায় সম্ভব হয়েছে। এছাড়া এমাসে শুটকি ও বাণিজ্যের পণ্য আমদানী খাতে পর্যাপ্ত রাজস্ব আদায় হয়েছে বলে জানান তিনি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন