হলের বাজেট বাড়ানোর জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব : ভিপি প্রার্থী পারমিতা চাকমা


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হল সংসদ নির্বাচনে নওয়াব ফয়জুন্নেছা হলে ‘হৃদ্যতার বন্ধন’ নামে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে পাহাড়ি ছাত্রীরা। প্যানেলের ভিপি প্রার্থী পারমিতা চাকমা বলেছেন, আমাদের ফান্ডের সমস্যা, আমাদের বাজেট এখনো অনেক কম। এখানে এখনো অনেক কাজ বাকি পড়ে আছে। আমরা চাচ্ছি নির্বাচিত হয়ে হলের বাজেট বাড়ানোর জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে, যাতে আমাদের হলের বাজেট আরো বাড়ানো হয়।
তিনি বলেন, আমাদের প্যানেলের নাম ‘হৃদ্যতার বন্ধন’। হৃদ্যতা মানে সম্প্রীতি। আমরা চাচ্ছি হলের সুযোগ সুবিধাগুলো সবার জন্য নিশ্চিত করতে। আমাদের হল মাত্র এক বছর আগে উদ্বোধন হয়েছে।
পারমিতা চাকমা আরো বলেন, আমাদের হল নতুন। অনেক সংস্কারকাজ বাকি আছে। শিক্ষার্থীদের জন্য যা যা সংস্কার প্রয়োজন, সেসবের দাবিতে কাজ করতেই আমরা পূর্ণ প্যানেল নিয়ে নির্বাচন করছি। যেহেতু আমাদের হলটা বিশেষায়িত হল। এটি হিন্দু, খ্রিস্টান, মুসলিম এবং বুড্ডিস্ট স্টুডেন্টস মিলে একটি হল। এখানে বিভিন্ন ধরনের ডাইভারসিটি আছে। আমরা চাচ্ছি নির্বাচনের পর এই ডাইভারসিটি, যার যার সংস্কৃতি তুলে ধরতে, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষার্থীদের উঠিয়ে আনতে।
হলের বিভিন্ন অসুবিধা তুলে ধরে পারমিতা চাকমা বলেন, যে অসুবিধাগুলোয় আমরা ভুগছি যেমন- কিচেন, পানি, সিঙ্ক, দোকান, ডাইনিং সমস্যা। যাবতীয় সমস্যাগুলোর উত্তরণ বা তাড়াতাড়ি সমাধানে আমরা কাজ করব।
বিভিন্ন ধর্মাবলম্বী ছাত্রীদের বিষয়ে তিনি বলেন, ৪০ পারসেন্ট, ৬০ পারসেন্ট ওটা থাকবে। এটাকে আমরা কোনো ঝামেলা মনে করছি না। সেহেতু আমরা এতদিন কোনো ঝামেলা ছাড়াই এক হলে থাকছি, নির্বাচনের পরেও আমরা একসাথে মিলেমিশে সবাই থাকব। হলের সংস্কারের বিষয়ে ইনডোর, আউটডোর অনেক ঝামেলা আছে। হলের প্রভোস্ট স্যার তিনি আমাদের নানাভাবে সহযোগিতা করছেন। আমরা এই প্রত্যাশা রাখি, যাতে নির্বাচনের পরে আরো অনেক কিছুর দ্রুত সংস্কার হয়। আমরা প্রশাসন ও প্রভোস্ট স্যারের সাথে একসাথে কাজ করে সংস্কারের পরবর্তী ধাপগুলো সম্পন্ন করব। হলকে ছাত্রীদের জন্য পরিবেশবান্ধব করে তুলতে যতটুকু দরকার আমরা সেই কাজ করে যাব।
ঘোষিত তফশিল অনুযায়ী, প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশিত হবে ২১ সেপ্টেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর বেলা সাড়ে ৩টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৫ সেপ্টেম্বর।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন এবং হল সংসদ নির্বাচন ২০২৫-এর ভোট গ্রহণ হবে আগামী ১২ অক্টোবর ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। সর্বশেষ চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৯০ সালে।