parbattanews

হল্যান্ডে বোরখা নিষিদ্ধ করে আইন পাস

holland_81634
নিউজ ডেস্ক :
স্কুল, হাসপাতাল, গণপরিবহনের মত জনসমাগমস্থলে মুখমণ্ডল ঢেকে যায় (বোরখা) এমন ইসলামী রীতির পোশাক নিষিদ্ধ করে আইন পাশ করেছে হল্যান্ডের মন্ত্রিসভা।

দেশটির প্রধানমন্ত্রী মার্ক রটি বলেছেন, ‘ইসলামী রীতির পোশাকের ওপর নিষেধাজ্ঞার বিল গতকাল শুক্রবার (২২ মে) পাশ হয়েছে। এটি শিক্ষা, স্বাস্থ্য সুরক্ষা ও সরকারি প্রতিষ্ঠানে শিগগিরই কার্যকর করা হবে।’

তবে ধর্মীয় কারণে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি বলে প্রতিবেদন প্রকাশ করেছে দ্য গার্ডিয়ান।

ডাচ প্রধানমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘রাস্তাঘাটে বোরখা/নিকাব পরে চলাচল করার জন্য এই নিষেধাজ্ঞা জারি করা হয়নি। এটি একমাত্র নিরাপত্তাজনিত কারণে করা হয়েছে।

নির্দিষ্ট করে বললেন, এটা মানুষের জন্য খুব জরুরি হয়ে পড়েছে যে, তারা আপনাকে দেখতে পাক।’

তিনি বলেন, তারা চান- রাষ্ট্রে মানুষের পোশাকের স্বাধীনতা বিরাজ থাকুক। তবে তাতে যেন ভারসাম্য থাকে এবং সবাই সবাইকে চিনতে পারে।

এখন মন্ত্রিসভার এই প্রস্তাবটি যাচাই-বাছাইয়ের জন্য প্যানেল অব লিগ্যাল অ্যাডভাইসারের কাছে পাঠানো হবে। আইনটি কার্যকরের পর কেউ পাবলিক প্লেসে এ ধরনের পোশাক পরলে তাকে ৩৪,৭৪৫ টাকা (৪০৫ ইউরো) দিতে জরিমানা দিতে হবে।

সূত্র: গার্ডিয়ান

Exit mobile version