parbattanews

হাজিরা দিতে গিয়ে কাপ্তাই বিউবোর শ্রমিক আটক

গ্রেফতারকাপ্তাই প্রতিনিধি:

আদালতে হাজিরা দিতে গিয়ে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের লাইনম্যান-এ এবং বৈদ্যুতিক সংরক্ষণ বিভাগ-২ এর ইব্রাহীম খলিল (আলমগীর) আটক। বুধবার একটি প্রতারণার মামলায় রাঙ্গামাটি চীপ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে জেল হাজতে প্রেরণ করার নির্দেশ দেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ইব্রাহীম খলিল কাপ্তাই শিলছড়ি ওয়াপদা কলোনীর মাহবুব আলমকে বিউবোতে চাকুরী পাইয়ে দেওয়ার কথা বলে ৩লাখ ৫০হাজর টাকা প্রতারণা করে নিয়ে নেয়। পরে মাহবুব চাকুরী না পাওয়ায় টাকা ফিরত চাইলে আলমগীর ক্ষিপ্ত হয়ে প্রাণ নাশের হুমকি দেয়। পরর্বতীতে মাহাবুব রাঙ্গামাটি আদালতে একটি ফৌজদারি মামলা দায়ের করে। এ মামলায় বিবাদী ইব্রাহীম খলিল বুধবার চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করে। ম্যাজিস্ট্রেট জামিন না দিয়ে তাকে জেল হাজতে প্রেরণ করার নির্দেশ দেন।

অভিযোগ পত্রে জানা যায়, ইব্রাহীম খলীলের বিরুদ্ধে চলমান একটি বন মামলা ও একজন মুক্তিযোদ্ধার ছেলে মঞ্জুরুলকে মারার অভিযোগ বিচারাধীন রয়েছে।

Exit mobile version