parbattanews

হাটহাজারী থেকে অপহৃত শিশু গুইমারায় উদ্ধার আটক- ১

সিনিয়র রিপোর্টার:

চাঁদার দাবিতে অপহরণের ১২ দিনের মাথায় খাগড়াছড়ির নবগঠিত গুইমারা থেকে উদ্ধার করা হয়েছে হাটহাজারী থেকে অপহৃত শিশু সোহরাব আক্তারকে (১১)। অপহরণের পর শিশুটিকে শিকল দিয়ে বেঁধে রেখেছিল দুর্বৃত্তরা।

শুক্রবার রাতভর অভিযান শেষে শনিবার সকাল সাতটার দিকে খাগড়াছড়ি জেলার গুইমারার আমতলী এলাকার একটি বাড়িতে গুইমারা থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে সোহরাব আক্তারকে শিকল বাঁধা অবস্থায় উদ্ধার করে হাটহাজারী থানা পুলিশ। এ সময় সন্দেহভাজন অপহরণকারী চক্রের সদস্য নূর উদ্দিনকে আটক করা হয়।

অপহৃত শিশু সোহরাব আক্তার‘র পিতা মো. কবির হোসেন জানান, ১১ জানুয়ারি থেকেই তার শিশুপুত্র সোহরাব আক্তার নিখোঁজ হয়। এ ঘটনায় তিনি ১৩ জানুয়ারি হাটহাজারী থানায় মামলা করেন।

অপহৃত শিশুটি শিকলে বাঁধা ছিল এমন তথ্য নিশ্চিত করে গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, শনিবার সকাল সাতটার দিকে গুইমারার আমতলী এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে সোহরাব আক্তারকে উদ্ধার করা হয়।

Exit mobile version