parbattanews

‘হাট-বাজার বর্জন’ কর্মসূচি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হয়েছে: জেএসএস

Rangamati Pic-29-07-15-1

প্রেস বিজ্ঞপ্তি:

আজ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির আহুত রাঙামাটি জেলাব্যাপী সকাল ৬টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত সকল হাট-বাজার বর্জনের কর্মসূচি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হয়েছে দাবি করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি রাঙামাটি পার্বত্য জেলার পাহাড়ি-বাঙালি জনগণসহ ব্যবসায়ী সমাজ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সংশ্লিষ্ট প্রশাসন, সাংবাদিক ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছে।

বুধবার বিকেলে সংবাদমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে জেএসএস নেতৃবৃন্দ বলেন, ‘কায়েমী স্বার্থবাদী একটি মহলের অব্যাহত সাম্প্রদায়িক উস্কানি ও ষড়যন্ত্র সত্ত্বেও সম্প্রদায় নির্বিশেষে জনগণের স্বতস্ফূর্ত সমর্থন ও সহযোগিতায় রাঙামাটি জেলার সর্বত্র সর্বাত্মকভাবে এই হাটবাজার বর্জন কর্মসূচি পালিত হয়। ব্যবসায়ী ও দোকানদারবৃন্দ স্বতস্ফূর্তভাবে হাটেবাজারে ও অলিতে-গলিতে দোকানপাট বন্ধ রাখেন এবং আপামর জনগণ সকল প্রকার কেনাবেচা থেকে বিরত থাকেন। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।’

উল্লেখ্য, পার্বত্য শান্তিচুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে আঞ্চলিক রাজনৈতিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি সন্তু লারমার ডাকা গত ১ মে থেকে অসহযোগ আন্দোলনের অংশ হিসেবেই রাঙামাটি জেলাব্যাপী এই হাটবাজার বর্জনের কর্মসূচি গ্রহণ করা হয়।

Exit mobile version