parbattanews

হাত পচা ভারসাম্যহীনকে চিকিৎসা দিল পানছড়ির দু’যুবক

জেলার পানছড়ি বাজারে সারাদিন ঘুরে বেড়ায় এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। গত কয়েকদিন থেকে তার হাতের একটি অংশে পচন ধরে। এরি মাঝে হাতে পোকায় কিল বিল করার দৃশ্য দেখে অনেকে নাক ধরে কোন রকম ধেঁয়ে বাঁচে।

সোমবার(২৬ জুন ) বিকাল সাড়ে পাঁচটায় পানছড়ি জিরো মাইল এলাকা দিয়ে বয়ে যাওয়া হাসপাতালে সড়কের মুখেই ভারসাম্যহীনের চিকিৎসা সেবা শুরু করে মামুন ও জুয়েল। বাজার থেকে ডেটোল আর অকটেন এনে প্রথমে তার হাতের পচা অংশ ধুয়ে ফেলে। তারপর হাতের ভিতরে মাংস থেকে একটি চিকন রাবার বের করে আনে অপারেশনের মাধ্যমে। তার হাত ভালোভাবে ব্যান্ডেজ করে দিয়েই শেষ নয়।  কেচি দিয়ে তার জট বাধা চুলগুলোকে কেটে দেয় তারা। এই দৃশ্য দেখতে দর্শনার্থীর ভীর জমে।

পানছড়িতে এ বিরল দৃষ্টান্ত সৃষ্টিকারী মামুন পানছড়ি হাসপাতাল গেট এলাকার সেকান্দার আলীর ছেলে ও জুয়েল দমদম এলাকার প্রতিবন্ধী মো. আবুদল খালেকের ছেলে। সকলের দাবি ভারসাম্যহীন হলেও সে একজন মানুষ। তার হাতটিতে উন্নতর চিকিৎসা করানো জরুরী। এসময় পানছড়ি উপজেলা প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষের সু-দৃষ্টি আকর্ষণ করেন সবাই।

Exit mobile version