parbattanews

হালকা বৃষ্টিতে দূর্ভোগে রাঙামাটিবাসী

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি:

বঙ্গোপসাগরে লঘু চাপের কারণে সারাদেশের ন্যায় রাঙামাটিতেও দমকা হাওয়াসহ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। জেলা শহরের উন্নয়ন বোর্ড এলাকায় সড়কের ওপর গাছপালা ভেঙে পড়েছে।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) সকাল থেকে আকাশ মেঘে ঢেকে যায়। এসময় সড়কে শহরের অটোরিক্সাসহ যানবাহগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। এদিকে সকাল সাড়ে ৮টার দিকে শুরু হয় দমকা হাওয়াসহ বৃষ্টি। এতে স্কুলের শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মমূখী মানুষগুলো চরম বিপাকে পড়ে। এসময় শহরে গাড়ি চলাচল কমে যায়।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সারাদেশে ৪৮ ঘন্টার মধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে।

Exit mobile version