parbattanews

বান্দরবান সদর হাসপাতালে মুখোশধারী সন্ত্রাসী কর্তৃক গাইনী বিভাগে ছিনতাই

বান্দরবান সদর হাসপাতালে গাইনী বিভাগের ঢুকে ভয় দেখিয়ে টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

শনিবার (১৪ মার্চ) ভোরে এ ঘটনা ঘটে বলে জানা যায়।

অভিযোগকারী ভাজিং পার বম (পপি) জানান, আমার ভাবির নবজাতক শিশুকে দেখভাল করছিলাম। হঠাৎ ভোরে মুখোশধারী তিনজন ১নং গাইনী বিভাগে ঢুকে হাতে থাকা ছুরি দিয়ে বলেন, যা আছে সবকিছু বের করে দাও। এক পর্যায়ে আমার এন্ড্রয়েড মোবাইল ও ৫০০টাকা কেড়ে নিয়ে পালিয়ে যায় মুখোশধারী ছিনতাই দল।

এ ব্যাপারে জানতে চাইলে সদর হাসপাতালে আরএমও প্রত্যুষ পল ত্রিপুরা বলেন, সদর হাসপাতালে এইরকম চুরি ঘটনা আগেও হয়েছে। তবে এ ধরনের বড় ঘটনার কোন দিন ঘটেনি। হাসপাতালে সিসি ক্যামেরা না থাকায় পাশাপাশি জনবল ঘাটতি কারণে হাতপাতালে আসার রোগীদের এই সমস্যা সম্মুখীন হচ্ছে।

তিনি আরও বলেন, হাসপাতালের নিরাপত্তার জন্য পুরো হাসপাতাল সিসি ক্যামেরার আওতায় আনা দরকার।

এছাড়া এ ঘটনায় কেউ এখনও অভিযোগ করেননি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Exit mobile version