হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে এলাকার উন্নয়নের সকলকে কাজ করতে হবে- ব্রি. জে. স. ম. মাহবুব উল আলম

Capture 1

নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগ্রেডিয়ার জেনারেল স. ম. মাহবুব-উল-আলম পিএসসি বলেন, পার্বত্যাঞ্চলে উন্নয়নের অবকাঠামো গড়তে হলে শান্তি সম্প্রীতি বজায় রাখতে হবে। পার্বত্যাঞ্চলে বসবাসরত সকল সম্প্রদায়ের অধিবাসীদের বাংলাদেশ সেনাবাহিনীকে শত্রু  নয়, বন্ধু মনে করতে হবে। সকল সম্প্রদায়ের মাঝে সম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকতে হবে। এজন্য প্রয়োজন সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির উন্নয়নের কাজ করতে হবে।

সুধী সমাবেশে তিনি আরো বলেন, সমাজের সকল সমস্যা দুর করতে হলে যুব সমাজকে এগিয়ে আসতে হবে, বিবেক দিয়ে উপলদ্ধি করতে হবে। হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে এলাকার উন্নয়নের সকলকে কাজ করতে হবে। স্ব-স্ব-ধর্মের বাণী সকল মানুষের মঙ্গলের জন্য।  কোন ধর্মের বাণী মানুষের অমঙ্গলের জন্য নয়।  বৌদ্ধ ধর্মের প্রধান বাণী- অহিংসা পরম ধর্ম, ইসলাম অর্থ শান্তি।  তিনি পার্বত্যাঞ্চলে বসবাসরত সকল সম্প্রদায়ের প্রতি উন্নয়নের কাজে সহযোগিতার করার আহবান জানান।

ব্রিগ্রেড কমান্ডার বৃহস্পতিবার খাগড়াছড়ির দীঘিনালা জোনে বিদায়ী জোন অধিনায়ক লে. কর্নেল মো. লোকমান আলী বিদায় ও নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মো. মহসিন রেজা পিএসসি’র সংর্বধনা উপলক্ষে সুধী সমাবেশে এমন বক্তব্য রাখেন।  এসময় সদ্য বিদায়ী জোন অধিনায়ক লে. কর্নেল মো. লোকমান আলী ও নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মো. মহসিন রেজা পিএসসি উপস্থিত ছিলেন।

সুধী সমাবেশে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সুসময় চাকমা, ইউপি চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন, বিশ্ব কল্যাণ চাকমা, সাবেক ইউপি চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা, দীঘিনালা থানা অফিসার ইনর্চাজ মো. সাহাদাত হোসেন টিটো, দীঘিনালা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজিব ত্রিপুরা, প্রেসক্লাব সভাপতি মো. জাহাঙ্গীর আলম রাজু, দীঘিনালা রিপোর্টার্স ইউনিটি’র সাধারণ সম্পাদক কমল মো. সোহেল রানা, উপজেলা বিএনপি’র সভাপতি মো. মোসলেম উদ্দিন, জনসংহতি সমিতি(এমএন লারমা) জেলার নেতা প্রীতিময় চাকমা জুগল, দীঘিনালা ইউপিডিএফ প্রতিনিধি কিশোর চাকমা, পিসিপি’র সভাপতি জহেল চাকমা, যুব সংহতি নেতা জ্ঞান চাকমা প্রমুখ।

Capture3

উল্লেখ্য, দীঘিনালা জোনের বর্তমান অধিনায়ক লে. কর্ণেল মো. লোকমান আলী বদলী হয়েছেন।  অপরদিকে নতুন অধিনায়ক হিসেবে লে. কর্নেল মো. মহসিন রেজা পিএসসি দীঘিনালায় যোগদান করেছেন।  নতুন ও বিদায়ী জোন কমান্ডার স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করতে দিঘীনালা প্রেসক্লাবে উপস্থিত হন।  এসময় প্রেসক্লাবের পক্ষ থেকে চা-চক্রের আয়োজন করা হয়।

চা-চক্রে অন্যদের মধ্যে উপস্থিত  ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান নব কমল চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলুল জাহিদ পাভেল, থানা ইনচার্জ (ওসি) সাহাদাৎ হোসেন টিটো, বিদায়ী জোন অধিনায়ক লে.কর্ণেল মো. লোকমান আলী এর সহধর্মীনী ডা. রোজিনা আখতার জাহান, নবাগত জোন অধিনায়ক লে.কর্ণেল রেজা’র সহধর্মীনী পারভীন রেজা, বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো. জসিম, প্রেসক্লাবের সহ-সভাপতি পলাশ বড়ুয়া, দীঘিনালা বাজার চৌধুরী জেসমিন চাকমা, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি  মাসুদ রানা প্রমূখ। মতবিনিময় শেষে বিদায়ী জোন অধিনায়ক লে.কর্ণেল মো. লোকমান আলীর হাতে উপহার তুলে দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন এবং নবাগত জোন অধিনায়ক লে.কর্ণেল রেজা’র হাতে উপহার তুলে দেন প্রেসক্লাবের সহ-সভাপতি পলাশ বড়ুয়া।

 অনুষ্ঠানে বিদায়ী জোন অধিনায়ক লে.কর্ণেল মো. লোকমান আলী বলেন, “দীঘিনালা জোনে আমার দেড় বছরের দায়িত্ব পালনকালে স্থানীয় সাংবাদিকদের সহযোগিতা পেয়েছি।  তাঁদের বস্তুনিষ্ঠ লেখনির ফলে দীঘিনালায় শান্তি এবং সম্প্রীতি অক্ষুণ্ন রয়েছে।”

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন