parbattanews

হিন্দুদের গণহত্যার সাথে মিয়ানমারের সেনাবাহিনীই জড়িত: জাভেদ আক্তার 

পার্বত্যনিউজ ডেস্ক:

মিয়ানমারের রাখাইন রাজ্যে নিরাপত্তা বাহিনী একটি গণকবর খুঁড়ে ২৮টি মৃতদেহ উদ্ধার করেছে। যেখানে হিন্দু ধর্মাবলম্বীদের মৃতদেহ রয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। সেনাবাহিনীর দাবি, রোহিঙ্গা মুসলমান জঙ্গিরা এইসব হিন্দুদেরকে হত্যা করেছেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে বলিউডের প্রবীণ স্ক্রিপ্ট ও লিরিক্স রাইটার জাভেদ আক্তার সন্দেহ প্রকাশ করে নিজের টুইটার বার্তায় একটি টুইট করেছেন।

টুইটার বার্তায় তিনি বলেছেন, যদি সেখানে হিন্দুদের গণকবরের খোঁজ মিলেই থাকে তবে সে গণহত্যার সাথে মিয়ানমারের সেনাবাহিনীই জড়িত, নাহলে শত শত হিন্দুরা রোহিঙ্গা মুসলিমদের সাথে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে কেনো?’

মিয়ানমারের সেনাবাহিনীর ওয়েবসাইটে দেয়া এক বিবৃতি থেকে জানা যায়, উত্তরাঞ্চলীয় রাখাইন প্রদেশের একটি গ্রাম থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা একটি গণকবর খুঁড়ে ২৮টি মৃতদেহ উদ্ধার করেছে। এদের মধ্যে ২০ জন নারী ও আট জন পুরুষ রয়েছেন। নিহত সবাই হিন্দু ধর্মাবলম্বী।

এতে দাবি করা হয়, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) বাঙালি জঙ্গিরা এ হত্যাকাণ্ড চালিয়েছে।

যদিও এলাকাটিতে চলাচল নিয়ন্ত্রিত থাকার কারণে সেনাবাহিনীর এই অভিযোগ যাচাই করা সম্ভব হয়নি।

সূত্র: বাংলা ট্রিবিউন

Exit mobile version