parbattanews

হিল ইউমেন্স ফেডারেশনের অবরোধ: প্রভাব পড়েনি কাউখালীতে

কাউখালী প্রতিনিধি:

রাঙ্গামাটির বিলাইছড়িতে ধর্ষণ ও যৌন নিপীড়নের প্রতিবাদে ইউপিডিএফ সমর্থিত হিল ইউমেন্স ফেডারেশনের শনিবার (১০ ফেব্রুয়ারি) ডাকা অবরোধের প্রভাব পড়েনি কাউখালীর কোথাও।

সকালে চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কে উপজেলার মঘাইছড়িতে রাস্তায় টায়ার জালিয়ে ব্যারিকেড দেয়ার চেষ্টা চালায় ইউপিডিএফ কর্মীরা। এসময় অবরোধকারীরা বেশ কয়েকটি গাড়ি লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করে খানিকটা আতঙ্ক ছড়ানোর চেষ্টা চালায়। পরে পুলিশের তাড়া খেয়ে পালিয়ে যায় তারা।

পুলিশ জানায়, সূর্য উদয়ের সাথে সাথে ইউপিডিএফ কর্মীরা চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কে কাউখালীর মঘাইছড়ি নামক স্থানে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধের চেষ্টা চালায়।

এসময় অবরোধকারীরা বেশ কয়েকটি গাড়ি লক্ষ করে ইটপাটকেল ছুড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে অবরোধকারীরা পালিয়ে যায়। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।

কাউখালীর বিভিন্ন ঘুরে দেখা গেছে ইউপিডিএফ সমর্থিত হিল ইউমেন্স ফেডারেশনের ডাকা অবরোধের প্রভাব পড়েনি কাউখালীর কোথাও। ইউপিডিএফ’র ঘাঁটি হিসেবে পরিচিত কাউখালী উপজেলা ও আশপাশের এলাকাগুলোতে যান চালাচল অন্যান্য দিনের মতই স্বাভাবিক ছিল। সরকারি ছুটির কারণে অফিস আদালত বন্ধ থাকলেও ব্যবসা প্রতিষ্ঠান খোলা ছিল। অবরোধে ইউপিডিএফ’র নেতা কর্মীকে রাস্তায় দেখা যায়নি।

কাউখালী থানার ওসি মো. কবির হোসেন জানান, উপজেলার কোথাও ইউডিএফর অবরোধের সমর্থনে মিছিল সমাবেশ করতে পারেনি। তবে সকালে মূল সড়কে ইউডিএফ কর্মীরা কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালায়। পরে ঘটনাস্থলে পৌঁছলে তারা ওই স্থান থেকে পালিয়ে যায়।

Exit mobile version