parbattanews

হেডম্যান শীর্ষক সিন্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি:

হেডম্যান নিয়োগ, স্থায়ী ও রাজস্বভুক্ত করণ, বদলী ও পদায়ন সংক্রান্ত জেলা প্রশাসক সন্মেলন ২০১৭ সিন্ধান্ত বাতিলের দাবিতে রাঙামাটি হেডম্যান এসোসিয়েশন, চাকমা সার্কেল রাঙামাটি শহরে একটি মানববন্ধন করেছে।

রোববার (২৪ জুন) দুপুরে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

রাঙামাটি হেডম্যান এসোসিয়েশন, চাকমা সার্কেল’র সভাপতি চিংকিউ রোয়াজার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, সংগঠনটির সাধারণ সম্পাদক ক্যারল চাকমা, কামিলাছড়ি মৌজার হেডম্যান ভবতোষ দেওয়ান, কাউখালী উপজেলার হেডম্যান এসএম চৌধুরী, বরকল ১৫৮ মৌজার হেডম্যান দীপেন দেওয়ান টিটু, নানিয়ারচর উপজেলার হেডম্যান নিক্ষিল চাকমাসহ অন্যান্য হেডম্যানগণ।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৭ সালে জেলা প্রশাসনের সন্মেলন কক্ষে হেডম্যানগণের নিয়োগ স্থায়ী ও রাজস্বভুক্ত করে বদলি ও পদায়ন সংক্রান্ত যে বাস্তব বিবর্জিত সিন্ধান্ত গ্রহণ করা হয়েছে, যা হেডম্যানগণের স্বার্থের পরিপন্থি এবং পার্বত্য চট্টগ্রামের প্রথা, রীতি-নীতি ও ঐতিহ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এ কারণে গৃহীত সিন্ধান্ত বাতিলের দাবি জানান বক্তারা।

মানববন্ধন শেষে হেডম্যান এসোসিয়েশনের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রেরণ করেন।

Exit mobile version