parbattanews

হেফাযত নয়, রবিবার হরতাল করবে জামায়াত

ডেস্ক নিউজ:

হেফাযতের পুর্ব ঘোষিত রবিবারের হরতাল স্থগিত করার পর ওই দিনই ডেকেছে জামায়াতে ইসলামী। দলের সহকারী সেক্রেটারি মুহাম্মাদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ডের রায়কে ‘হত্যা’ উল্লেখ করে এর প্রতিবাদে সারা দেশে সকাল-সন্ধ্যা এই হরতাল ডেকেছে তারা।

বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এই কর্মসূচির ঘোষণা দিয়েছেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

কেন্দ্রীয় প্রচার বিভাগের মো. ইব্রাহিম স্বাক্ষরিত বিবৃতিতে রফিকুল ইসলাম খান বলেন, জামায়াতে ইসলামীকে নির্মূল করার উদ্দেশ্যে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে হত্যা করার জন্য এ রায় দেয়া হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার উদ্দেশ্যে ট্রাইব্যুনাল কর্তৃক প্রদত্ব এ রায় দেশবাসী ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে।

এদিকে, হেফাযতে ইসলামের হরতাল স্থগিতের কারণ জানতে চাইলে হেফাযত নেতা আশরাফ নিজামপুরী বলেন, আমাদের অনেক নেতাকর্মী আহত হয়েছেন, শাহাদাৎ বরণ করেছেন, অনেকে নিখোঁজ রয়েছেন- সামগ্রিক বিবেচনায় এ হরতাল স্থগিত করা হয়েছে।

Exit mobile version