parbattanews

বান্দরবান আবাসিক হোটেলে অস্ত্র, ম্যাগজিন ও গুলি উদ্ধার

বান্দরবান আবাসিক হোটেল থেকে ২টি রাইফেল, গুলি ও ম্যাগজিন উদ্ধার করেছে নিরাপত্তাবাহিনী। সোমবার (৩ফেব্রুয়ারি) রাতে বান্দরবান শহরের হোটেল হিলটনের ১০৫নম্বর কক্ষ থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জানা গেছে, আঞ্চলিক সন্ত্রাসীরা একটি হোটেলে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে সেনা জোনের নেৃতত্বে একটি অপারেশন দল ওই আবাসিক হোটেলে অভিযান চালায়। এসময় নিরাপত্তাবাহিনীর সদস্যরা রুমের মধ্যে তল্লাসী করে ২টি একে-২২ রাইফেল, ২টি ম্যাগজিন এবং ১০ রাউন্ড গুলি উদ্ধার করে। তবে নিরাপত্তাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

নিরাপত্তাবাহিনী সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে আঞ্চলিক সন্ত্রাসী দলের কয়েকজন সদস্য আগ্নেয়াস্ত্র’সহ একটি আবাসিক হোটেলে অবস্থানের খবর পেয়ে অভিযান চালানো হয়। ঘটনাস্থল থেকে অস্ত্র-গুলি উদ্ধার করা হয়েছে। তবে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

Exit mobile version